ঐতিহাসিক পটভূমিঃ
ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ২নং কুলিয়া ইউনিয়ন। জনশ্রুতি আছে এই নদের তীরে বসতি স্থাপন হয় বহুকাল আগেই। বৃটিশ শাসনামলে জামলপুর জেলা পূর্বে মহকুমা নামে পরিচিত ছিল, সেই সময়ে মেলান্দহ থানার ১০টি ইউনিয়ন ছিল। ইউনিয়ন গুলির নাম করণ, যথাক্রমে ১নং , ২নং , ৩নং , ৪নং, ৫নং, ৬নং, ৭নং, ৮নং, ৯নং, ১০নং ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। মহকুমা প্রশাসাক মহোদয় মেলান্দহ থানার ১০টি ইউনিয়নের প্রেসিডেন্ট দিগকে আদেশ জারি করেন যে, ১নং হইতে ১০নং পর্যন্ত প্রেসিডেন্ট গন যে গ্রামে বাসিন্দা সেই গ্রামের নাম অনুযায়ী নং ইউনিয়নের সাথে গ্রামের নাম অনুযায়ী ইউনিয়ন পরিষদের নাম করণ করিতে হইবে। সেই সময়ে জনাব মরহুম ইলাপ উদ্দিন সরকার ২নং ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন এবং কুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন, বিধায় তিনি কুলিয়া গ্রামের নাম অনুযায়ী ২নং ইউনিয়নকে, ২নং কুলিয়া ইউনিয়ন পরিষদের নাম করণ করেন। তখন থেকে এই ইউনিয়নের নাম ২নং কুলিয়া ইউনিয়ন পরিষদ নামে পরিচিত।
এই ইউনিয়নটির উত্তরে ১নং দুরমুট ইউনিয়ন পরিষদপশ্চিমে ৬নং পচাবহলা ইউনিয়ন , দক্ষিণে মেলান্দহ পৌরসভা ,পূ্র্বে ১১নং শ্যামপুরইউনিয়ন,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস